ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কোর্সে গড়াচ্ছে বসুন্ধরা গলফের তৃতীয় আসর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
কোর্সে গড়াচ্ছে বসুন্ধরা গলফের তৃতীয় আসর কোর্সে গড়াচ্ছে বসুন্ধরা গলফের তৃতীয় আসর/ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিশ্বের ২২টি দেশের ১৩৩ জন গলফারের অংশগ্রহণে কুর্মিটোলা গলফ ক্লাবের সবুজ কোর্সে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে ‘বসুন্ধরা গলফ বাংলাদেশ ওপেন ২০১৭’। বাংলাদেশ গলফ ক্লাবের সার্বিক তত্বাবধানে ও  বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং এশিয়ান ট্যুরের অনুমোদনক্রমে ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

এই উপলক্ষ্যে সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে কুর্মিটোলায় এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন; ‘তৃতীয় বসুন্ধরা বাংলাদেশ ওপেন ২০১৭’র সাংগঠনিক কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল্লাহিল বাকী, ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মহিউদ্দিন সিদ্দিক, বাংলাদেশ গলফ ফেডারেশনের যুগ্ম সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ওবায়দুল হক (অবঃ), কুর্মিটোলা গলফ ক্লাবের টুর্নামেন্ট কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), মিডিয়া কিমিটির সদস্য মেজর খন্দকার নুরুল আফসার (অবঃ) ও কো-অর্ডিনেটর আতাউল্লাহ।

...আর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রপের পক্ষ থেকে উপস্তিত ছিলেন উপদেষ্টা লেঃ কর্নেল খন্দকার আব্দুল ওয়াহেদ (অবঃ), সিনিয়র এক্সিকিউটিভ সাইফুল ইসলাম রুবেলসহ উক্ত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

টুর্নামেন্ট সম্পর্কে তুলে ধরতে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল মহিউদ্দিন সিদ্দিকি জানান, ‘ফুটবল বিশ্বে ‘ফিফা’ ও ক্রিকেটে যেমন ‘আইসিসি’ ঠিক তেমনি ‘এশিয়ান ট্যুর’ হচ্ছে বর্তমান বিশ্বে গলফের তৃতীয় বৃহত্তম ট্যুর। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষ করে এশিয়ার খ্যাতিমান গলফাররা অংশগ্রহণ করে থাকেন। বসুন্ধরা গ্রুপের এমন আয়োজন ক্রীড়া জগতে বাংলাদেশের ভাবমূর্তি এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ’

‘তৃতীয় বসুন্ধরা বাংলাদেশ ওপেন ২০১৭’এ বাংলাদেশ ছাড়াও আরও ২১টি দেশের মোট ১৯৫ জন গলফার অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন মোট ৩৯ জন গলফার। এ রমধ্যে ৩৩ জন পেশাদার ও ৬ জন অ্যামেচার। টুর্নামেন্টের প্রাইজমানি ৩ লাখ ডলার।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ৩০ জানুয়ারি ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।