ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বসুন্ধরা গলফে বাংলাদেশের রেকর্ড, বাদ পড়েছেন সোহেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
বসুন্ধরা গলফে বাংলাদেশের রেকর্ড, বাদ পড়েছেন সোহেল সাখাওয়াত হোসেন সোহেল (মাঝে)/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

কুর্মিটোলা থেকে: বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের গত দুই আসরে কার্টের রেকর্ড ভেঙ্গে দিলেন বাংলাদেশের গলফাররা। প্রথম আসরে যেখানে ৬ জন ও পরের আসরে পেয়েছিলেন ৫ জন; তৃতীয় আসরে এসে সেখানে কাট পেয়েছেন ১০জন। আর এর ফলে টুর্নামেন্টের পরের দুই রাউন্ডে খেলার যোগ্যতা করলেন এই দশ বাংলাদেশি গলফার।

দশ বাংলাদেশির মধ্যে প্রথমেই আছেন সিদ্দিকুর। দ্বিতীয় রাউন্ড শেষে পারের চেয়ে পাঁচ শট কম খেলে স্বাগতিক গলফারদের মধ্যে শীর্ষে তিনি।

দুইয়ে দুলাল হোসেন। তিনি খেলেছেন পারের চেয়ে এক শট কম। পারের সমান শট খেলে তিনে সজিব আলী। সমানসংখ্যক শটে চার নম্বরে জামাল হোসেন মোল্লা।

এদিকে, পারের চেয়ে এক শট বেশি খেলে পাঁচ নম্বরে আছেন মো: জিয়া, সমানসংখ্যক শটে ছয়ে বাদল হোসেন ও সাতে মো: নাজিম। আর পারের চেয়ে দুই শট বেশি খেলে আটে সম্রাট শিকদার, তিন শট বেশি খেলে ৯-এ আকবর হোসেন ও সমানসংখ্যক শটে দশম স্থানে রবি মিয়া।

প্রসঙ্গত, এই দশ বাংলাদেশি গলফারের মধ্যে সম্রাট শিকদার ও আকবর হোসেন অ্যামেচার গলফার।

তবে বাংলাদেশি গলফারদের মধ্যে প্রত্যাশিত খেলা উপহার দিতে পারেননি সাখাওয়াত হোসেন সোহেল। পারের চেয়ে চার শট বেশি খেলায় তিনি এবারের আসরের কাট হাতছাড়া করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।