ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

বিশ্বকাপের প্রীতি ম্যাচের সূচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০
বিশ্বকাপের প্রীতি ম্যাচের সূচি

দুবাই: ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের বাকি এখনো ছয়। এরই মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বৃহস্পতিবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে।

এই বিশ্বকাপে শিরোপার জন্য মুখোমুখি হবে ১৪ দলটি। আর মূল আসরের আগে তারা একে অন্যের বিপক্ষে লড়ার সুযোগ পাবে দুবার করে।
প্রস্তুতি ম্যাচগুলো হলো: ১২ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড খেলবে নাগপুরে আয়াররল্যান্ডের বিপক্ষে। একই দিন জিম্ববাবুয়ে চেন্নাইতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা, কলম্বোয় ওয়েস্ট ইন্ডিজ-কেনিয়া, পাল্লেকেলেতে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ও চট্ট্রগ্রামে বাংলাদেশ খেলবে কানাডার বিপক্ষে।

পরেরদিন ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। একদিন বিরতি দিয়ে ১৫ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার, নাগপুরে আয়ারল্যান্ড -জিম্ববাবুয়ের, পাল্লেকেলেতে কেনিয়া- নেদাল্যান্ডস ও ঢাকায় পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।

পরের দিন ১৬ ফেব্রুয়ারি হবে তিনটি ম্যাচ। চেন্নাইতে স্বাগতিক ভারত খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে। কলম্বোতে ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কার এবং ঢাকায় ইংল্যান্ড খেলবে কানাডার বিপক্ষে। শেষ প্রীতি ম্যাচটি হবে ১৮ ফেব্রুয়ারি ঢাকায় ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘন্টা, আগস্ট ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।