ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

কোয়ার্টার ফাইনালে নাদাল, মারে ও ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০
কোয়ার্টার ফাইনালে নাদাল, মারে ও ফেদেরার

ম্যাসন: সিনসিনাটি মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে উঠেছেন র‌্যাঙ্কিং সেরা স্পেনের রাফায়েল নাদাল, সাবেক সেরা সুইজারল্যান্ডের রজার ফেদেরার, ইংল্যান্ডের অ্যান্ডি মারে ও সার্বিয়ার তারকা খেলোয়াড় নোভাক দকোভিচ।

বৃহস্পতিবার নাদাল ৫-৭, ৭-৬ (৮-৬) ও ৬-২ গেমে জিতেন ফ্রান্সের জুলিয়ান বেনেতিউয়ের বিপক্ষে।

শীর্ষ আটে তিনি মুখোমুখি হবেন মার্কোস বাগদাতিসের। মার্কোস ৭-৬ ও ৬-৪ গেমে চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচকে হারিয়ে উঠেন কোয়ার্টার ফাইনালে।

সুইস তারকা রজার ফেদারার না খেলেই পৌঁছে গেলেন শীর্ষ আটে। কারণ কাঁধে চোট পাওয়ায় খেলা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন জার্মানির ফিলিপ কোলশ্রেইবার। রজার পরের ধাপে খেলবেন ষষ্ঠ বাছাই রাশিয়ার নিকোলয় দাভিদেনকোর সঙ্গে।

র‌্যাঙ্কিংয়ের তৃতীয় সেরা নোভাক দকোভিচ ৬-১, ৭-৬ (৯-৭) গেমে আর্জেন্টিনার ডেভিড নালবান্দিয়ানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেন । সেরা চারের জন্য তিনি লড়বেন যুক্তরাষ্ট্রের অ্যান্ডি রডিকের বিপক্ষে।

এদিকে ইংল্যান্ডের অ্যান্ডি মারে ৪-৬, ৬-৩  ও৭-৬ (৭-৪) গেমে হারিয়েছেন এর্নেস্টস গুলবিসকে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘন্টা, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।