ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাংলাদেশের টানা তৃতীয় হার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
বাংলাদেশের টানা তৃতীয় হার ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এশিয়া কাপ হকিতে টানা তৃতীয় হারের স্বাদ পেল স্বাগতিক বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও ভারতের কাছে ৭-০ গোলে হারের পর গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠ ছাড়তে হলো জাপানের কাছে ৩-১ এ হারের গ্লানি নিয়ে।

জাপানের হয়ে জোড়া গোল করেছেন তানাকা কেন্টা। অপর গোলটি এসেছে কিতাজাতো কেনজির স্টিক থেকে।

আর বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেছেন মামুনুর রহমান চয়ন।

রোববার (১৫ অক্টোবর) মাওলানা ভাষাণী হকি স্টেডিয়ামে ম্যাচের ২২ মিনিটে কিতাজাতো কেনজির একক প্রচেষ্টায় করা গোলে ১-০ তে লিড পায় জাপান। ছয় মিনিট পরে পেনাল্টি কর্ণার থেকে জাপানের বোর্ডে বল ঠেলে দলকে ১-১ এ সমতায় ফেরান চয়ন।

উল্লেখ্য, এটিই এশিয়া কাপে বাংলাদেশের একমাত্র গোল।

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমচয়নের গোল স্বাগতিক শিবিরকে ফেরালেও, ৫৯ মিনিটে তানাকা কেন্টা জাপানকে ২-১ এ এগিয়ে দেন। এর ঠিক পরের মিনিটেই আবার জ্বলে উঠে তানাকা কেন্টা নিজের দ্বিতীয় গোলে দলকে ৩-১ এ লিড পাইয়ে দিলে এশিয়া কাপে প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।