ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সিপিএলে ত্রিনবাগোর তৃতীয় শিরোপা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
সিপিএলে ত্রিনবাগোর তৃতীয় শিরোপা ত্রিনবাগো অধিনায়ক ডোয়েন ব্রাভোর হাতে সিপিএল শিরোপা-ছবি: সংগৃহীত

প্রথম কোনো দল হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) টানা দ্বিতীয় শিরোপা ও মোট তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়া গৌরব অর্জন করলো ত্রিনবাগো নাইট রাইডার্স। ফাইনালে গায়না অ্যামাজন ওয়ারিয়র্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় বলিউড কিং শাহরুখ খানের মালিকানার এই দলটি।

ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা গায়না নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ বলে ৪৪ রান করেন লুক রঞ্চি।

ত্রিনবাগো বোলারদের মধ্যে খায়িরে পিয়েরে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৩টি উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে কলিন মুনরোর অপরাজিত ৬৮ ও ব্র্যান্ডন ম্যাককালামের ৩৯ রানে ভর করে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ত্রিনবাগো। মুনরো ৩৯ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজান।

এ ম্যাচে দারুণ বল করা ত্রিনবাগোর পিয়েরে ম্যাচ সেরা হন। আর টুর্নামেন্ট সেরা হন মুনরো।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।