ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিপলুর খেলার প্রেরণা ২০ টাকার টিকিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
বিপলুর খেলার প্রেরণা ২০ টাকার টিকিট সংবাদ সম্মেলনে বিপলু। ছবি: বাংলানিউজ

সিলেট: জাতীয় দলে অভিষেকের বেশি দিন হয়নি বিপলুর। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক। সাফে তিন ম্যাচের পর এবার বঙ্গবন্ধু গোল্ডকাপে একটি ম্যাচ খেলেছেন তিনি। ৫ম আন্তর্জাতিক গোল্ড কাপ ঘরের মাঠেই খেলায় বাজিমাত করেছেন সিলেটের এই তরুণ। ১-০ ব্যবধানে বাংলাদেশকে এগিয়ে দেওয়ার কারিগর তিনি। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কারও উঠেছে তার হাতে।

খেলা শেষে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলার স্বপ্ন পূরণের কথা জানান বিপলু। সাংবাদিকদের বলেন, তখন অনুর্ধ্ব-১৬তে মোহামেডানের হয়ে খেলতাম।

গত বঙ্গবন্ধু গোল্ডকাপে মাত্র ২০ টাকার টিকিট কেটে ছাদে উঠে খেলা দেখি।  কেননা লোক সমাগম ছিল স্টেডিয়ামের ধারণ ক্ষমতার চেয়েও বেশি। তাই বাধ্য হয়ে প্রেসবক্সের ছাদে উঠে খেলা দেখতে হয়।  তখনই মনের মাঝে স্বপ্ন বুনেছিলাম, নিজের মাঠে বঙ্গবন্ধু কাপ খেলার। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমার গোলে দলও এগিয়ে গেছে। '

সেদিনের কথা মনে করে বিপলু বলেন, 'এখন কতো পরিবর্তন লাগছে। এই আমি যখন মাঠের দর্শক ছিলাম, সেই আমিই এখন গোল করে দলকে জয়ী করলাম। তাও আবার নিজের মাঠে, আজকের দিনে আমিই সবচেয়ে বেশি সুখি। জাতীয় দলে তিনটি সিজন খেলেছি টানা। শেখ রাসেলের হয়েও খেলেছি। আজ পুরো টিম ভাল খেলেছে। আরো ভাল খেলতে পারতাম। ভুলের কারণে অনেকগুলো গোল মিস হয়েছে। নয়তো ব্যবধান আরো বেশি থাকতো। '

বিপলু

গোল করা শেষে গ্যালারিতে বসা বাবা-মা ও ভাইকে স্যালুট জানান বিপলু। এ প্রসংগে তিনি বলেন, 'এই ভাইয়ের কারণে আমি এই অবস্থানে উঠে এসেছি।
সাফে আমরা ৬ পয়েন্ট নিয়েও সেমিফাইনালে যেতে না পারাও দু:খ তাড়া করেছিল বেশ। ফলে লক্ষ্য ছিল বঙ্গবন্ধু গোল্ড কাপে ভাল খেলার। আমাদের আত্মবিশ্বাস ছিল লাওসকে হারাতে পারবো। '

মিডফিল্ডে খেলা এই ফুটবলারের কাছে কি কোচের গোলের প্রত্যাশা ছিল। বিপলু জানালেন কোচ সেভাবে আমার কাছে গোল চাননি। যেহেতু স্ট্রাইকাররা ছিলেন। তবে কোচ শুধু একটা কথা বলেছেন- আক্রমণে উঠলে সবাই একসাথে উঠবে এতে যে কেউ গোল পেতে পারে। আর হয়েছেও তাই।

সিলেট নগরের সুবিদবাজার বনকলাপড়া নূরানী আবাসিক এলাকার রেহান উল্লাহর কনিষ্ঠ ছেলে বিপলু। আর বিপলুর ফুটবলের হাতেখড়ি যার কাছে, তিনি আর কেউ না, তারই বড় ভাই বাবলু। তাই তো গোল করেই তাকে সালাম জানান বিপলু।

এদিকে, খেলা শেষে উভয় দলের কোচ সংবাদ সম্মেলন করেন। লাওসের কোচ ছেলেদের খেলায় ফিরে আসার ব্যাপারে আশাবাদি এবং দলকে নিয়ে চাপে থাকা বাংলাদেশের কোচ জেমি ডে’কে অনেক ফুরফেরে লাগছিল। এছাড়া পরবর্তী ম্যাচ গুলো ভাল করার জন্য সংবাদ সম্মেলনে নিজের প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশি স্ট্রাইকার জাবের।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘন্টা, অক্টোবর ০১, ২০১৮
এনইউ/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।