শুক্রবার (১০ জানুয়ারি) পুনেতে সফররত শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭৮ রানে জয়ের ম্যাচে এ রেকর্ড গড়েন তিনি।
মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই মাইলফলকে পা রাখার জন্য কোহলির দরকার ছিল এক রান।
এর আগে অধিনায়ক হিসেবে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন রিকি পন্টিং (২৫২ ইনিংস), গ্রাহেম স্মিথ (২৬৪ ইনিংস), অ্যালান বোর্ডার (৩১৬ ইনিংস), স্টিফেন ফ্লেমিং ও মহেন্দ্র সিং ধোনি (৩২৪ ইনিংস)।
বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এএ