আবারও নিউ সাউথ ওয়েলসে ফিরলেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংহে। সোমবার (২০ জুলাই) ফিল জ্যাকসের সহকারী হিসেবে তাকে নিয়োগ দিয়েছে সিডনি ভিত্তিক ক্লাবটি।
নিউ সাউথ ওয়েলস এর আগে ২০১১ ও ২০১৪ সালে দু’বার একই দায়িত্বে নিয়োগ দিয়েছিলেন লঙ্কানদের সাবেক এই ব্যাটসম্যানকে। সে সময় তিনি শিষ্য হিসেবে পেয়েছিলেন মাইকেল ক্লার্ক, ব্রাড হাডিন ও শেন ওয়াটসনের মতো তারকাদের। এবার তিনি ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন স্টিভেন স্মিথ-ডেডিড ওয়ার্নারদের।
সিডনির ক্লাবটির ফের সহকারী কোচ হওয়া প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘যেসব জায়গায় আমি কাজ করেছি তার মধ্যে নিউ সাউথ ওয়েলস হচ্ছে কাজের পরিবেশের জন্য সেরা জায়গা। ’
গত বছর ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রধান কোচ ছিলেন হাথুরুসিংহে। কিন্তু টুর্নামেন্টে লঙ্কানদের ভরাডুবির পর বরখাস্ত হন তিনি। এর আগে ৫১ বছর বয়সী কোচ ২০১৪-১৭ পযর্ন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
ইউবি