ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আবারও বক্সিং রিংয়ে ফিরছেন মাইক টাইসন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
আবারও বক্সিং রিংয়ে ফিরছেন মাইক টাইসন রয় জোন্স জুনিয়র ও মাইক টাইসন

রয় জোন্স জুনিয়রের সঙ্গে এক প্রীতি ম্যাচ খেলতে আবারও বক্সিং রিংয়ে ফিরছেন সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসন।  

দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার তাদের শক্তির পরীক্ষা দেবেন ১২ সেপ্টেম্বর, লস এঞ্জেলসে।

  

১৯৮৬ সালে ট্রেভর বারভিককে হারিয়ে মাত্র ২০ বছর বয়সে সর্বকনিষ্ট হেভিওয়েট চ্যাম্পিয়ন খেতাব লাভ করেছিলেন টাইসন। ৫৪ বছর বয়সী সাবেক বক্সার পেশাদার হিসেবে শেষবার রিংয়ে নেমেছিলেন ২০০৫ সালে। তবে সেবার তিনি হেরে গিয়েছিলেন আয়ারল্যান্ডের কেভিন ম্যাকব্রিডের বিপক্ষে। যা ছিল আমেরিকান কিংবদন্তি বক্সারের ক্যারিয়ারের ৫৮ লড়াইয়ে ষষ্ঠ পরাজয়।  

স্বদেশি জোন্সকে ২০১৮ সালের ফেব্রুয়ারির পর আর রিংয়ে দেখা যায়নি। শেষ লড়াইয়ে ৫১ বছর বয়সী বক্সার হারিয় দেন স্কট সিগমনকে।

দুই হাই-প্রোফাইল বক্সারের লড়াইটি মঞ্জুর করেছে ক্যালিফোর্নিয়া রাজ্য অ্যাথলেটিক কমিশন। ম্যাচটি হবে আট রাউন্ডের। পরিশোধের ভিত্তিতে দর্শকরা সরাসরি লড়াইটি উপভোগ করতে পারবেন।  

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।