ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

করোনায় বাবা হারালেন ক্রিকেটার মোশাররফ হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
করোনায় বাবা হারালেন ক্রিকেটার মোশাররফ হোসেন মোশাররফ হোসেন রুবেল/ছবি: সংগৃহীত

করোনাকে পরাস্ত করলেও তার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে মারা গেছেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের বাবা মহিউদ্দিন খন্দকার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।  

গত ৩ আগস্ট থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন মহিউদ্দিন খন্দকার। সেসময় করোনা আক্রান্ত ছিলেন তিনি। বাবার দেখাশোনা করতে গিয়ে তার সংস্পর্শে আসায় মোশাররফ নিজেও করোনা পজিটিভ হন। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার অবশ্য এখন সুস্থ।  

মোশাররফের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

এর আগে ২০১৯ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন মোশাররফ। পরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কয়েক ধাপে চিকিৎসা নিয়ে সুস্থ হন দেশের হয়ে পাঁচ ওয়ানডে খেলা এই স্পিনার।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
এমএইচএম/আরএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।