মিরপুরে ব্যক্তিগত অনুশীলনে বেশ ভালোভবেই ঘাম ঝরাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। লক্ষ্য একটাই শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণার আগেই নিজেদের ফিট করে তোলা।
বুধবার (১৯ আগস্ট) যথারীতি অনুশীলন করেছেন ক্রিকেটাররা। তবে এদিন প্রথম ফিল্ডিং অনুশীলন করেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সকাল ১১টা ৫০ মিনিটের দিকে শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেই আগে ইনডোরে ব্যাটিং অনুশীলন করেন প্রায় ৪৫ মিনিটের মতো। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মূল মাঠে রানিং করেন। এরপর লং ক্যাচিং এবং স্লিপ ক্যাচিং অনুশীলন করেই ফিরে যান।
রিয়াদ যখন ক্যাচিং অনুশীলনে ব্যস্ত ঠিক তখনই মূল মাঠে রানিং করে সময় কাটিয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। রানিং শেষে করেছেন বোলিং অনুশীলন। এরপর অন্য দুই পেসার আল আমিন হোসেন ও শফিউল ইসলাম একই সময়ে মূল মাঠের দুই প্রান্তে রানিং করে করেছেন। এরপরই তারা জিমে যান অনুশীলন করতে।
দিনের শুরুটা করেছেন মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ও এলামুল হক বিজয়। ব্যাটিং এবং রানিং দুটোই করেছেন তারা। টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল অনুশীলনে আসেন ১০টা ১০মিনিটে। এসেই ব্যাটিং অনুশীলন করেম তামিম। তবে তাকে রানিং করতে দেখা যায়নি। শেষ দুপুরে অনুশীলন করতে আসেন ব্যাটসম্যান সাদমান ইসলাম। এসেই আগে রানিং করেছেন। এরপর ব্যাট হাতে ঝালিয়ে নিয়েছেন।
এছাড়াও তাইজুল ইসলাম ও মেহেদি হাসান রানা সূচি অনুযায়ী নিজ নিজ অনুশীলন করেছেন।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
আরএআর/এমএমএস