করোনা ভাইরাসের বিরতিতে নিজেকে নিয়ে অনেক ভেবেছেন অ্যারন ফিঞ্চ। যেখানে ছিল অবসরের চিন্তাও।
অস্ট্রেলিয়ার রেডিও নেটওয়ার্ক এসইএনকে দেওয়া এক সাক্ষাতকারে অজিদের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘আমার ক্যারিয়ারের শেষ দিনটি হবে ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল। এটাই আমার লক্ষ্য ও আমি এই সিদ্ধান্তে অনড়। ’
তিনি আরও বলেন, ‘এমনটি আমি অনেক দিন থেকেই চিন্তা করছিলাম। তবে বিরতির মাঝেই নিশ্চিত করে ফেলি। সে সময় আমার বয়স হবে ৩৬। অবশ্য ফর্ম ও ইনজুরির ওপর অনেক কিছু নির্ভর করছে। ’
৩৩ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান জানান, গত করোনাকালীন গত পাঁচ মাসের বিরতি তাকে আরও সতেজ করেছে। যেখানে তার ইচ্ছে আগামী আইসিসি ইভেন্টে দলকে পথ দেখানো। এই তিনটি আসর হচ্ছে, ২০২১ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ।
ফিঞ্চ যোগ করেন, ‘এই বিরতি অনেক মানুষের জন্য কঠিন ছিল। কিন্তু অ্যাথলেট এবং বিশেষ করে যারা প্রচুর ভ্রমণ করে ও ১০ থেকে ১১ মাস খেলে থাকে, তাদের মানসিকভাবে এগিয়ে রেখেছে। এমনটির দরকার ছিল, যা আগে কখনো হয়নি। ’
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
এমএমএস