এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির আগামী আসর অনুষ্ঠিত হবে ২০২১ সালের মার্চে। আয়োজন করবে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) তাদের অফিশিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফও গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
টুর্নামেন্টে ষষ্ঠ আসর শুরু হবে ১১ মার্চ আর শেষ হবে ১৯ মার্চ। এছাড়া অনূর্ধ্ব-২১ ওয়ার্ল্ড কোয়ালিফাইং ম্যাচও অনুষ্ঠিত হবে বাংলাদেশে। এই দু’টি আসর বাংলাদেশে হবে তা আগেই নির্ধারণ করা ছিল।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ‘অনূর্ধ্ব-২১ এবং এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি-এই দু’টি প্রতিযোগিতাকে সামনে রেখে আমরা পরিকল্পনা সাজাচ্ছি। যেহেতু দু’টি টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ, এএইচএফের কাছ থেকে এখনও নির্দেশনা আসেনি এই করোনা পরিস্থিতিতে কিভাবে সবকিছু করতে হবে। তারাও নির্দেশনা দেবে। তবে আমরা যেহেতু আয়োজক, সেহেতু নিজেদের মতো করে কাজ শুরু করে দিয়েছি। ’
তিনি আরও বলেন, ‘আগামী মাসের শুরুর দিকে আমাদের মিটিং আছে। সেখানেই চ্যাম্পিয়নস ট্রফির জন্য ক্যাম্প শুরু এবং অনূর্ধ্ব-২১ ওয়ার্ল্ড কোয়ালিফাইংয়ের জন্য দিনক্ষণ ঠিক করার বিষয়টি আলোচনা হবে। আমরা এটি জানুয়ারির শুরুর দিকে আয়োজন করতে চাই বলে এএইচএফ’কে জানাব। ’
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
আরএআর/ইউবি