ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া-উইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় আফগানরা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া-উইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় আফগানরা ছবি: সংগৃহীত

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে ভারত। আর এই বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিজাতি টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

 

তিন দেশের ক্রিকেট বোর্ড এই ত্রিজাতি সিরিজের ব্যপারে মৌখিকভাবে সম্মতও হয়েছে এবং তারা টুর্নামেন্টের জন্য ভেন্যু এবং সূচিও জানিয়ে দেবে নিকট ভবিষ্যতে।  

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নাজিম জার আব্দুলরহিমজাই বলেন, ‘ভারত বিশ্বকাপের আগে এই সিরিজ আয়োজন করা হবে। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়াকে নিয়ে হবে ত্রিজাতি সিরিজ। ’ 

২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার মাটিতে। কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়েছে ২ বছর। তার আগে ভারত ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।