ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন সরফরাজ-ফখর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০২০
পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন সরফরাজ-ফখর

গত বছর পাকিস্তান দলে নিজের নেতৃত্ব হারানোর পর প্রথমবার টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেন সরফরাজ আহমেদ। ইংল্যান্ডের বিপক্ষে ঘোষিত ১৭ সদস্যের এই দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক।

অভিজ্ঞ এই অলরাউন্ডারদের গত জানুয়ারিতে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ডাকা হয়েছিল।

ইংলিশদের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দলের বাইরে থেকে এই দলে নেওয়া হয়েছে হায়দার আলী, হারিস রউফ ও ওহাব রিয়াজকে। দলে ফিরলেন ওপেনার ফখর জামান। তবে ঘরোয়া লিগ পিএসএলে বাবর আজম ও শাদাব খানের পর তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী শান মাসুদ বাদ পড়েছেন।

সিরিজের তিনটি ম্যাচই ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত হবে। যেখানে ২৮ আগস্ট প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে।

পাকিস্তান টি-টোয়েন্টির দল: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও ওয়াহাব রিয়াজ।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।