চাঁদপুর: জাকজমকপূর্ণ নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন-২০২১।
শুক্রবার (৫ মার্চ) ভোর ৬টায় চাঁদপুর স্টেডিয়ামের সামনে থেকে হাফ ম্যারাথন শুরু হয়।
চাঁদপুর রানার্স কমিউনিটির (সিপিআর) আয়োজনে সারা বাংলাদেশ থেকে ম্যারাথন প্রতিযোগিতায় দু’টি ইভেন্টের তিন ক্যাটাগরিতে মোট ৩৫০ জন প্রতিযোগী অংশ নেন।
এর মধ্যে ২১.১ কিলোমিটার ইভেন্টে পুরুষ-নারী ক্যাটাগরিতে অংশ নেন ২০০ জন। নির্ধারিত সময় ছিল তিন ঘণ্টা ৩০ মিনিট। ১০ কিলোমিটার ইভেন্টে পুরুষ-নারী ও বয়স্ক ক্যাটাগরিতে অংশ নেন ১৫০ জন। নির্ধারিত সময় ছিল ১ ঘণ্টা ৪০ মিনিট।
সকাল ৯টায় চাঁদপুর স্টেডিয়ামে হাফ ম্যারাথনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
বিশেষ অতিথি হিসেবে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর পৌরসভার হিসাবরক্ষক কর্মকর্তা সৈয়দ মুশফিকুর রহমান, ডা. জালাল উদ্দিন রুমিসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
অতিথিরা দু’টি ইভেন্টের তিন ক্যাটাগরিতে মোট ১৫ জনের মধ্যে চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ পুরস্কার তুলে দেন। পুরস্কারের মধ্যে ছিল সম্মাননা ক্রেস্ট, ফিনাসার ম্যাডেল ও নগদ অর্থ।
আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. রুপক রায়হান, মোয়াজ্জেম হোসেন, সাকিব, ডা. ফাহিম, ডা. মশিউর, সাজ্জাদ, ফাহিম ও রফিকুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ৫, ২০২১
এসআই