ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

আমেরের জন্য আবেদন করবে না বোর্ড: ইজাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০
আমেরের জন্য আবেদন করবে না বোর্ড: ইজাজ

নয়াদিল্লি: স্পট ফিক্সিংয়ের অভিযোগে প্রশ্নবৃদ্ধ ১৮ বছর বয়সী পেসার মোহাম্মদ আমেরের জন্য কোন আবেদন করবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসি সভাপতি শারদ পাওয়ারের সঙ্গে বৈঠক শেষে নয়াদিল্লতে বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা বলেন পিসিবি সভাপতি ইজাজ বাট।



ভারতীয় নিউজ চ্যানেল এনডিটিভিকে এক সাক্ষাৎকারে পিসিবির প্রধান বলেন,“স্পট ফিক্সিংয়ের দায়ে বরখাস্ত হওয়া অন্য দুই খেলোয়াড় সালমান বাট ও মোহাম্মদ আসিফের মতোই বিবেচিত হবে আমেরের বিষয়টি। ক্রিকেটারদের জন্য আলাদা আলাদা কোন পন্থা অনুসরণ করা হবে না। ”

তার মতে,“দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত পিসিবি মনে করে ক্রিকেটারা নির্দোষ। তবে দোষী সাব্যস্ত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ”

আইসিসি প্রধানের সঙ্গে প্রায় ৭৫ মিনিট বৈঠক করেন ইজাজ বাট। এসময় দুই দেশের ক্রিকেটে সম্পর্ক উন্নয়নের বিষয় গুরুত্ব পায়। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়। এর পর থেকে দুই দেশের মধ্যে ক্রিকেট সিরিজ হয় না।

বাংলাদেশ সময়: ২২১০ ঘন্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad