ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন মরিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১০
কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন মরিনহো

মাদ্রিদ: পর্তুগাল জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ‘স্পেশাল ওয়ান’ খ্যাত হোসে মরিনহো।

বৃহস্পতিবার পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি গিলবার্তো মাদেইল এ বিষয়ে আলোচানা করেন মরিনহোর সঙ্গে।

পর্তুগিজ এই নাগরিক ভিন্ন ভিন্ন দুটি ক্লাবের হয়ে জিতেছেন ইউরোপীয় চ্যাম্পিয়ন্সলিগের শিরোপা।

মরিনহো বলেন,“পর্তুগালের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছি। তবে আমি সম্মতি দেইনি। কারণ আমি রিয়াল মাদ্রিদের হয়ে কাজ করছি। আবার নাও বলিনি। কেননা আমি পর্তুগালের সাফল্য দেখতে চাই। ”

হ্যাঁ বা না যাই বলুন মরিনহো। লা লিগায় রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন করতেই ইন্টারমিলান ছেড়ে এসেছেন। আপাতত সেই দায়িত্বই পালন করতে চান। বলেন, জাতীয় দলের কোচ হতে কিছু সমস্যা আছে। প্রথমটি ক্লাব রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়টি আমি যাচ্ছি না।

কার্লোস কুইরোজকে ফেডারেশন দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ায় বর্তমানে ফাঁকা রয়েছে পর্তুগাল জাতীয় দলের কোচের পদ।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘন্টা, সেপ্টেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।