ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এক্সিকিউটিভ ট্রেডের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এক্সিকিউটিভ ট্রেডের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ

ঢাকা: উচ্চশিক্ষা-সম্পর্কিত ঢাকার খ্যাতনামা পরামর্শক প্রতিষ্ঠান এবং এক্সিকিউটিভ ট্রেড ইন্টারন্যাশনালের উদ্যোগে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফ্যাকড-ক্যাব) সাধারণ এবং নির্বাহী সদস্যদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনতার অংশ হিসেবে সম্প্রতি রাজধানীর ফোর্টিস স্পোর্টস গ্রাউন্ডে এ ম্যাচের আয়োজন করে এক্সিকিউটিভ স্টাডি অ্যাবরোড নামে পরিচিত এ প্রতিষ্ঠানটি।

মহামারি করোনার কারণে বিশ্বের অনেক প্রতিষ্ঠান এবং শিক্ষার্থী তাদের প্রত্যাশা ও পরিকল্পনা মতো সময়টিকে কাজে লাগাতে পারেননি। মহামরি পরবর্তী নতুন বাস্তবতায় এখন সে ধকল সামলে সবাই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। এমন কঠিন পরিস্থিতিতে মানসিক সুস্থতা বজায় রাখতে নিয়মিতভাবেই খেলাধূলার মতো বেশ কিছু ইভেন্টের আয়োজন করছে এক্সিকিউটিভ ট্রেড ইন্টারন্যাশনাল।

এক্সিকিউটিভ ট্রেড ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী মোহাম্মদ রাব্বানী হোসাইন বলেন, ‘জীবন সংগ্রামে প্রত্যেকেই এক একজন যোদ্ধা। উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়াশোনা করতে যাওয়া শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং উচ্চশিক্ষা সম্পর্কিত পরামর্শ দেওয়ার সঙ্গে জড়িত প্রত্যেকেই স্থবির একটা সময় পার করছেন। নিজেদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে না পেরে এ সময় তাদের অনেকেই মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। এমন চ্যালেঞ্জিং সময়ে মানসিক সুস্থতা এবং শারীরিক অবস্থা ঠিক রাখার জন্য প্রত্যেকেরই খেলাধুলার মতো অন্যান্য বিনোদনমূলক কার্যক্রমে নিয়মিত অংশ নেওয়া জরুরি। ’

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।