ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এক বছর নিষিদ্ধ বাংলাদেশের দ্রুততম মানব ইসমাইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এক বছর নিষিদ্ধ বাংলাদেশের দ্রুততম মানব ইসমাইল

বাংলাদেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইলকে ১ বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। গত ২ অক্টোবর থেকে আগামী বছরের ২ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কর্যকর থাকবে।

 

নিষেধাজ্ঞার সময়টায় ঘরোয়া ও আন্তর্জাতিক কোনো রকমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না ইসমাইল। অবশ্য শাস্তি কমানোর জন্য আপিল করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট। জানা গেছে, টোকিও অলিম্পিকের বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলায় ইসমাইলের ওপর এই শাস্তির খড়গ নেমে এসেছে।  

সর্বশেষ টোকিও অলিম্পিকের জন্য অ্যাথলেটিকসে বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে তিনজনকে বাছাই করা হয়েছিল। দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল ও মানবী শিরিন আক্তারের সঙ্গে ৪০০ মিটার দৌড়ে জহির রায়হান ছিলেন তালিকায়। এই তালিকার বিরুদ্ধে আপত্তি জানান ইসমাইল। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে তিনি অলিম্পিক অ্যাসোসিয়েশনকে চিঠিও দেন।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব আজ বলেন, 'ইসমাইল ফেডারেশনের সিদ্ধান্ত উপেক্ষা করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে একটি চিঠি দিয়েছিল। তাকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছিল। প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার মাধ্যমে এই ঘটনা দেশে ও দেশের বাইরের মানুষ জেনেছে। এতে ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ জন্য প্রথমে তাকে কারণ দর্শাতে বলা হয়েছিল। এরপর ৫ সদস্যের তদন্ত কমিটি তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে। '

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।