ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো শেখ রাসেল ফেন্সিং প্রতিযোগিতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো শেখ রাসেল ফেন্সিং প্রতিযোগিতা

ঢাকা: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো শেখ রাসেল প্রথম জাতীয় জুনিয়র ও ক্যাডেট ফেন্সিং প্রতিযোগিতায় ২০২১।  

মঙ্গলবার (৯ নভেম্বর) সমাপনী ও পুরস্কার বিতরণী এই জাঁকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াহিদুজ্জামান খান চান, অতিরিক্ত সচিব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাসুদ করিম ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদুল্লাহ আল মাসুদ।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের নামে প্রতিযোগিতাটির নামকরণ করার জন্য বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি এম শোয়েব চৌধুরী এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।  

তিনি বলেন, আমি বিশ্বাস করি এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন তরুণ প্রজন্মকে জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করবে।

উক্ত প্রতিযোগিতায় ঢাকা জেলা চ্যাম্পিয়ন, জামালপুর জেলা প্রথম রানারআপ এবং গাজীপুর জেলা দ্বিতীয় রানারআপ হয়। এছাড়া এককভাবে বিভিন্ন ফেন্সাররা স্বর্ণ-রুপা ও ব্রোঞ্জ পদক অর্জন করেন।

এর আগে সোমবার (৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শেখ রাসেল প্রথম জুনিয়র ও ক্যাডেট ফেন্সিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এসএম রুহুল আমিন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিং এবং অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শামস-উল-ইসলাম।

বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি শোয়েব চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সেলিম ওমরাহ খান।  অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউর রহমান সিনহা।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।