ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেল বাংলাদেশ

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে গেছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লঙ্কানরা।

প্রথম সেটে বাংলাদেশে হেরে যায় ২৬-২৮ পয়েন্টে। দ্বিতীয় সেটে বাংলাদেশের হারে ২০-২৫ পয়েন্টে। তৃতীয় সেটও একই ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করে শ্রীলঙ্কা দল।

এর ফলে বাংলাদেশের শিরোপা জয়ের অপেক্ষা আরো বাড়ল। ২০১৬ সালে কিরগিজস্তানকে হারিয়ে নিজেদের একমাত্র শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। ২০১৮ সালের পর এবারই প্রথম এই আসরের ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

এই টুর্নামেন্টে মেয়েদের বিভাগেও খেলা হয়েছে। তবে বাংলাদেশের মেয়েরা ছয় দলের মধ্যে পঞ্চম হয়েছে। প্রথম চার ম্যাচ হেরে বাংলাদেশের মেয়েরা শেষ ম্যাচে হারায় মালদ্বীপকে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।