ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

কার্লো আনচেলত্তি বলেছেন

ইতিহাস ফাইনালে আসার প্রেরণা জুগিয়েছে 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, মে ২৮, ২০২২
ইতিহাস ফাইনালে আসার প্রেরণা জুগিয়েছে 

অবিশ্বাস্য এক চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা কেটেছে রিয়াল মাদ্রিদের। নক আউট পর্বের তিন ম্যাচেই তারা জিতেছে শুরুতে পিছিয়ে পড়ে।

হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই, চেলসি ও ম্যানচেস্টার সিটিকে।  

এবার লড়াইটা ফাইনালে, প্রতিপক্ষ লিভারপুল। তাদের হারাতে পারলেই রেকর্ড ১৪তম বারের মতো শিরোপা জিতবে রিয়াল। এর আগে সংবাদ সম্মেলনে এসে দলটির কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ইতিহাসই তাদের ফাইনালে উঠার প্রেরণা জুগিয়েছে।

প্যারিসের ফাইনালের আগে তিনি বলেছেন, ‘আমরা যোগ্য দল হিসেবেই ফাইনালে এসেছি। কোয়ালেটি আর প্রতিভাই যথেষ্ট না, আপনাকে এটা প্রতিশ্রুতির সঙ্গে মেলাতে হবে। এই ক্লাবের ইতিহাস আমাদের ফাইনালে যাওয়ার প্রেরণা জুগিয়েছে। আপনাকে ফাইনাল জিততে হলে যোগ্য হিসেবেই জিততে হবে। ’

ফাইনাল জিততে হলে কী করতে হবে এ নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘আমাদের নিজেদের কোয়ালেটি দেখাতে হবে, যেমনটা আমরা পুরো মৌসুম করেছি। সম্মিলিত প্রচেষ্টা ছিল দারুণ অনেক ব্যক্তিগত কোয়ালেটির সঙ্গে। ’

অবশ্য লিভারপুলের সঙ্গে সুখস্মৃতি নেই আনচেলত্তির। সর্বশেষ ৪ ফাইনালের তিনটিতেই জিতেছেন এই ইতালিয়ান কোচ। হেরেছেন কেবল ২০০৫ সালে লিভারপুলের বিপক্ষে, তখন এসি মিলানের কোচ ছিলেন আনচেলত্তি। ওই ম্যাচে প্রথমার্ধ শেষে ৩-০ গোলে এগিয়ে ছিল মিলান।

তবে ওই হারকেই চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রিয় ফাইনাল বলেছেন আনচেলত্তি, ‘স্বপ্ন নিয়ন্ত্রণ করা যায় না। ফাইনালে আমার ভালো স্মৃতিও আছে। আমার সবচেয়ে প্রিয় ফাইনাল হচ্ছে ২০০৫ এরটা, যেটাতে আমরা (এসি মিলান) লিভারপুলের কাছে হেরেছিলাম। ’

‘ফাইনালে যেকোনো কিছুই হতে পারে, আপনাকে এটার জন্য তৈরি থাকতে হবে। আমরা ভালো প্রস্তুতি নিয়েছি আর নিজেদের সেরাটা দেবো। এটা যথেষ্ট হবে কি না আমি জানি না, কারণ ফুটবলে এমন কিছু আছে যেটাকে নিয়ন্ত্রণ করা যায় না। ’

নিজের পুরোনো ক্লাবের সমর্থনও চেয়েছেন আনচেলত্তি, ‘এভারটনের সমর্থকরা আমাদের সঙ্গে থাকবে। আমার তাদের সঙ্গে দারুণ স্মৃতি আছে। আমি নিশ্চিত তারা ফাইনালে আমাদের সমর্থন দেবে। ’

বাংলাদেশ সময় : ১১০২, মে ২৮, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।