ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফ্রাঞ্চাইজি হকি লিগের ছয় দল চূড়ান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
ফ্রাঞ্চাইজি হকি লিগের ছয় দল চূড়ান্ত

নতুন যুগে প্রবেশ করতে চলেছে বাংলাদেশের হকি। দেশে প্রথমবারের মত শুরু হতে যাচ্ছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক হকি টুর্নামেন্ট।

বসুন্ধরা গ্রুপের স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এসিই’র পৃষ্ঠপোষকতায় শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।  

প্রথম ফ্রাঞ্চাইজি লিগকে সামনে রেখে সোমবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হয়ে গেল প্লেয়ার্স ড্রাফট। ছয় দলের প্রতিটি ফ্রাঞ্চাইজি ১৮ জন করে খেলোয়াড় দলভূক্ত করতে পারবে। আজ প্লেয়ার্স ড্রাফটে ১৭ জন করে খেলোয়াড় দলে নিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। একজন খেলোয়াড় তারা নিজেদের ইচ্ছা মত সরাসরি দলে নিতে পারবে।

এবারের আসরে দেশি আইকন খেলোয়াড়রা পাবেন ৫ লাখ টাকা করে। আর এ+ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৪ লাখ টাকা করে। এরপর এ, বি এবং সি ক্যাটাগরির খেলোয়াড়রা ক্রমান্বয়ে ৩, ২ এবং ১ লাখ টাকা করে পাবেন। এছাড়া প্রতিটি বিদেশি খেলোয়াড় পাবেন সাড়ে চার থেকে সাড়ে সাত হাজার ডলার করে।  

একে নজরে দেখে নেয়া যাক ফ্রাঞ্চাইজি হকির ছয় দলের খেলোয়াড় তালিকা:

  • একমি চট্টগ্রাম: রেজাউল করিম (আইকন) , দেভিন্দার ভালমিকি (ভারত), ফরহাদ আহমেদ সিতুল, মেহেদী হাসান, ঘাজানফার আলি (পাকিস্তান), হাফিজ জায়নুল (মালয়েশিয়া), সজিবুর রহমান, রাজীব দাস, তাহের আলী, পিয়ের হেনরিখস (জার্মানি)  , আরশাদ হোসেন, হাসান জুবায়ের, আশরাফুল আলম, মনোজ বাবু, মেহেদী হাসান, তাসিন আলী, কাঞ্চন মিয়া।  
  • মেট্রো এক্সপ্রেস বরিশাল: রোমান সরকার (আইকন), হুয়ান মার্তিন লোপেজ, অসীম গোপ, ফজলে হোসেন রাব্বি, উ সুং হো (দক্ষিণ কোরিয়া), আখিমুল্লা ইসুক (মালয়েশিয়া), সারোয়ার মোর্শেদ শাওন, মাহবুব হোসেন, দ্বীন ইসলাম ইমন, ফিত্রি সারি (মালয়েশিয়া), মোঃ নুরুজ্জামান, শহীদুল হক সৈকত, আজিজুর রহমান, মামুনুর রহমান চয়ন, আসাদুজ্জামান, সাজেদুল ইসলাম, শামিম মিয়া।  
  • মোনার্ক মার্ট পদ্মা: রাসেল মাহমুদ জিমি (আইকন), চিঙ্গেলসানা সিং, ইমরান হাসান, নাইম উদ্দিন, সাইফ খান (ভারত), সি ও হিয়ং (দক্ষিণ কোরিয়া), আল নাহিয়ান শুভ, খালেদ মাহমুদ রাকিন, আজিম উদ্দিন, মিউ তানিমিতুস, আশরাফুল ইসলাম, রামিম হোসেন, আশিক মাহমুদ সাগর, কৃষ্ণ কুমার, রাহিত হোসেন, রাফিউল ইসলাম, রাকিবুল হাসান।  
  • রূপায়ণ গ্রুপ কুমিল্লা: সোহানুর রহমান সবুজ (আইকন), প্রদীপ মোর, সারোয়ার হোসেন, পুস্কর ক্ষিসা মিমো, কিম সুং ইয়োব (দক্ষিণ কোরিয়া), মোহামেদ ফাথুর (ইন্দোনেশিয়া), মিলন হোসেন, ওবায়দুল হোসেন, রিপন কুমার, জাসজিত সিং (ভারত), সাহিদুর রহমান সাজু, উক্যহিন রাখাইন, জাহিদ হোসেন, বেলাল হোসেন, শিমুল ইসলাম, তানভির রহমান, মেহেদী হাসান লিমন।  
  • সাইফ পাওয়ার খুলনা: বিপ্লব কুজুর (আইকন), গিদো বেরেইরোস, খোরশেদুর রহমান, প্রিন্স লাল ,আজফার ইয়াকুব (পাকিস্তান) , ফিরদাউস রশদী (মালয়েশিয়া), আমিরুল ইসলাম, আহসান হাবিব, রাজু আহমেদ, মরিজ ফ্রে (জার্মানি/অস্ট্রিয়া), মিরাজ হোসেন, সজীব হোসেন সিফাত, তানজিম আহমেদ, কামরুজ্জামান রানা, সাদ্দাম খান, দ্বীন ইসলাম, ইয়াসিন আরাফাত।  
  • ওয়ালটন ঢাকা: আশরাফুল ইসলাম (আইকন), এসভি সুনীল, আবু সাইদ নিপ্পন, রকিবুল হাসান রকি, আব্দুল খালিক (মালয়েশিয়া), আলফান্দি আলী (ইন্দোনেশিয়া), সফিউল আলম শিশির, মেহরাব হোসেন সামিন, আবেদ উদ্দিন, আজরি হোসেন  (মালয়েশিয়া), আমান শরীফ, আল আমিন, রাতুল আহমেদ, মাইনুল ইসলাম, মোহাম্মাদ আব্দুল্লাহ, হোজাইফা হোসেন, তৈয়ব আলী

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।