ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

‘লম্বা সময় ধরে ফ্র্যাঞ্চাইজি হকি আয়োজন করতে চাই’

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
‘লম্বা সময় ধরে ফ্র্যাঞ্চাইজি হকি আয়োজন করতে চাই’ কথা বলছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীর/ছবি: শোয়েব মিথুন

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এসিই’র পৃষ্ঠপোষকতায় শুরু হলো দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি টুর্নামেন্ট ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’। আসরের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীর।

হকির উন্নয়নে লম্বা সময় ফেডারেশনের পাশে থাকার কথা জানিয়েছেন তিনি।

আগামীতেও হকির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের এই ধারা বজায় রাখার আশ্বাস দিয়েছেন সাফওয়ান সোবহান তাসভীর। তিনি বলেন, ‘আমরা কমপক্ষে ৩ থেকে ৫ বছর এই টুর্নামেন্ট চালাতে চাই। আমিও একজন ফ্র্যাঞ্চাইজি দলের মালিক। বলে রাখি হকিতে কোনও দল নেই আমার। তবে আমি জানি সব কিছুর জন্যই একটা লম্বা সময় প্রয়োজন। আমরা লম্বা সময় দিতে প্রস্তুত। ’

দেশের হকিকে এগিয়ে নিতেই ফ্রাঞ্চাইজ হকি টুর্নামেন্ট আয়োজন করছেন বলে জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান। এই টুর্নামেন্ট নিয়মিত আয়োজিত হলে দেশের হকি অনেকটাই এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন তিনি, ‘আজ খুব দারুণ একটা শুরু হলো। আমরা খুবই আশাবাদী চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। আমরা আজকে যেটা শুরু করেছি এটাকে আরও সুন্দর করে আগামীতে আয়োজন করতে চাই। আমার মূল লক্ষ্য দেশের হকিকে সামনের দিকে এগিয়ে নেওয়া। আগামী পাঁচ বছরে আমি বাংলাদেশের হকিকে এক থেকে ১০ র‍্যাংকিংয়ের ভেতরে দেখতে চাই। ‘

এবারের আয়োজনের সবগুলো ম্যাচই ঢাকায়। আগামী আসরগুলোতে ঢাকার বাইরেও আয়োজন করতে চান সাফওয়ান সোবহান তাসভীর। তবে পুরো দেশে আয়োজনের মতো অবকাঠামো এখনো নেই। সরকার এবং দেশের শিল্পপ্র্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে পুরো দেশে আয়োজন সম্ভব বলে মনে করেন তিনি, ‘সরকারের পক্ষ থেকে যদি পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাই আগামীতে ফ্র্যাঞ্চাইজি হকি পুরো দেশে আয়োজন করবো। বাংলাদেশের সব জায়গায় যদি আয়োজনের মতো সুযোগ-সুবিধা থাকে তবে আয়োজন করা সম্ভব। ’ 

‘সরকারের সহযোগিতা যেমন প্রয়োজন প্রাইভেট সেক্টরকেও এগিয়ে আসতে হবে, স্পন্সরদেরও এগিয়ে আসতে হবে। আমাদের একার পক্ষে তো সম্ভব না। বসুন্ধরা গ্রুপ, এইস কিংবা টি-স্পোর্টস বলেন, একা আয়োজন করা সম্ভব না। সব স্টেক হোল্ডারদের একসঙ্গে এগিয়ে আসতে হবে। সবাই এগিয়ে আসলে পুরো বাংলাদেশে কেন, আমরা বিদেশেও ফ্র্যাঞ্চাইজি হকি আয়োজন করতে পারবো। ’

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে গড়ে উঠছে আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম। এছাড়াও পুরো একটি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ গড়ে উঠছে সেখানে। আগামীতে সেখানে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে চান বলে জানিয়েছেন তাসভীর। তিনি বলেন, ‘আমরা যে ইনফাসট্রাকচার বিল্ড করছি তা বিশ্বমানের। একবার এটা তৈরি করা হয়ে গেলে বিশ্বের বিভিন্ন ফেডারেশনের সঙ্গে আমরা যোগাযোগ করবো। আন্তর্জাতিক ইভেন্টগুলো আমরা বাংলাদেশে আয়োজনের চেষ্টা করবো। এতে দেশের ক্রীড়াপ্রেমীরা যেমন বৈশ্বিক ইভেন্টগুলো মাঠে বসে দেখার সুযোগ পাবে, বিশ্বের বুকে বাংলাদেশের ব্র্যান্ডিং হবে। ’

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।