ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

মাকে ভেন্টিলেটরে রেখেই ভারত জয় বাবর আজমের!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
মাকে ভেন্টিলেটরে রেখেই ভারত জয় বাবর আজমের!

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে লড়ছে দল। অন্যদিকে তখন হাসপাতালের ভেন্টিলেটরে মৃত্যুর সঙ্গে লড়ছেন জন্মদাত্রী মা।

এমন ক্ষতবিক্ষত মানসিক অবস্থা নিয়েও সেদিন সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে জয় ছিনিয়ে এনেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।  

চাঞ্চল্যকর এই ঘটনা প্রকাশ্যে এনেছেন বাবর আজমের বাবা আজম সিদ্দিকি।  

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে গত রোববার ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে এটাই ভারতীয় দলের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়। দলের এমন ঐতিহাসিক ম্যাচে লক্ষ্য তাড়ায় নেমে ৬৮ রানে অপরাজিত ছিলেন বাবর।

বাবর যখন মাঠে ব্যাট হাতে ঝলক দেখাচ্ছিলেন, তখন বাবরের মা অস্ত্রোপচারের পরে ভেন্টিলেটরে ছিলেন। গতকাল শনিবার এই ঘটনাস সামনে আনেন বাবরের পিতা আজম সিদ্দিকি। তিবি জানান, পাকিস্তানের অধিনায়ক বিশ্বকাপের তিনটি ম্যাচ খেলেছেন প্রচণ্ড মানসিক চাপ নিয়ে।

ইনস্টাগ্রাম আজম সিদ্দিকি লিখেছেন, 'দেশবাসীর একটা সত্যি কথা জানা প্রয়োজন। টানা তিন জয়ের জন্য দলকে অভিনন্দন। আমাদের বাড়িতেও  আমরা বড়সড় পরীক্ষার মুখোমুখি হয়েছিলাম। ভারতের বিরুদ্ধে ম্যাচের দিন বাবরের মা ভেন্টিলেটরে ছিলেন। বাবর তিন ম্যাচেই ক্ষতবিক্ষত মন নিয়ে খেলেছে। এসব কথা জানাতে চাইনি। তবে বাবর যাতে মানসিকভাবে শক্ত থাকে, সেজন্য জানাতে বাধ্য হলাম। আল্লাহর রহমতে বাবর ভালো আছে। এই ঘটনা জানানোর উদ্দেশ্য একটাই, জাতীয় নায়কদের যেন অযথা সমালোচনা না করা হয়। '

পুত্র বাবরকে নিয়ে পিতা আজম সিদ্দিকি গর্ব করতেই পারেন। কারণ তার ছেলে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে প্রথমবার নেতৃত্ব দিচ্ছেন। ব্যাট হাতেও আছেন দুর্দান্ত ফর্মে। পাকিস্তানের অপরাজেয় টানা জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। ভারত, নিউজিল্যান্ড এবং আফগানিস্তানকে টানা হারানোর পরে পাকিস্তানের সেমিফাইনাল কার্যত নিশ্চিত। আগামী মঙ্গলবার নামিবিয়ার বিরুদ্ধে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে পাকিস্তান।

 

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ