ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে 'জিততেই হবে' এমন সমীকরণের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে অস্ট্রেলিয়া।  

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে শনিবার ক্যারিবীয়দের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া।

এই ম্যাচটি হতে যাচ্ছে আসরে উইন্ডিজের শেষ ম্যাচ। শুধু কি তাই, এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিবীয়দের রাজত্বেরও আপাতত আনুষ্ঠানিক ইতি ঘটতে চলেছে। ২০১২ বিশ্বকাপ জেতার পর ২০১৪ আসরে সেমি এবং ২০১৬ আসরে ফের শিরোপা জেতা দারুণ সফল এই দলটি এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে এসে বিদায় নিচ্ছে সেমির আগেই।  

ওয়েস্ট ইন্ডিজকে শুধু হারালেই হবে না, দক্ষিণ আফ্রিকা যাতে ইংল্যান্ডের কাছে হারে- সেই প্রার্থনাও করতে হবে অ্যারন ফিঞ্চবাহিনীকে। সুপার টুয়েলভে চার ম্যাচ শেষে ইংল্যান্ড ৮ পয়েন্ট নিয়ে সেমির রাস্তা পাকা করেছে। দ্বিতীয় স্থানের লড়াইয়ে আছে দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়া।

ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়েই নেমেছে অস্ট্রেলিয়া। তবে ওয়েস্ট ইন্ডিজ একাদশে একটি পরিবর্তন এসেছে। পেসার রবি রামপলের জায়গায় এসেছেন হেইডেন ওয়ালশ জুনিয়র।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইরন পোলার্ড (অধিনায়ক), ক্রিস গেইল, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), ডোয়াইন ব্র্যাভো, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, এভিন লুইস, রোস্টন চেইজ, হেইডেন ওয়ালশ জুনিয়র, আন্দ্রে রাসেল, আকিল হোসেন।

অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ