ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

ভারতকে সহজ লক্ষ্য দিল নামিবিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
ভারতকে সহজ লক্ষ্য দিল নামিবিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বেশি রান তুলতে পারেনি নামিবিয়া। সোমবার (৮ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৩২ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে নামিবিয়া।

টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে আগেই ছিটকে পড়া ভারতকে জিততে হলে করতে হবে ১৩৩ রান।  

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন নামিবিয়ার দুই ওপেনার মাইকেল ভন লিংগেন ও স্টিফেন বার্ড। ২৮ বলে ৩৮ রানের দারুণ জুটি গড়েন এ দুই ব্যাটার। পঞ্চম ওভারে লিংগেনকে আউট করে জুটি ভাঙেন বুমরাহ। ব্যক্তিগত ১৪ রানে সাঝঘরে ফিরেন তিনি। ব্যাট করতে নেমেই পরের ওভারে জাদেজার শিকার হন ক্রেইগ উইলিয়ামস। ডাক মেরে বিদায় নেন তিনি।

এরপর জাদেজার দ্বিতীয় শিকার হন থিতু হয়ে ব্যাট করতে থাকা ওপেনার বার্ড। এলবিডব্লিউ হয়ে ব্যক্তিগত ২১ রান করে বিদায় নেন তিনি। ব্যাট করতে নেমে উইকেট হারান লফটি এটনও। মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ব্যাট হাতে প্রতিরোধ গড়তে গেলেও বেশিক্ষণ থিতু হতে পারেননি অধিনায়ক এরাসমাস। অশ্বিনের দ্বিতীয় শিকার হয়ে ব্যক্তিগত ১২ রানে বিদায় নেন তিনি।

ব্যাটিং বিপর্যয়ে পড়া নামিবিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। জাদেজার তৃতীয় শিকার হয়ে জেজে স্মিতের ফেরার পর অশ্বিনের বলে ডাক মেরে সাঝঘরে ফেরেন জ্যান গ্রিনও। শেষপর্যন্ত লড়ে যাওয়া ডেভিড ভিসে ফিরেন বুমরাহর বলে। ২৫ বলে দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করে সাঝঘরে ফেরেন তিনি।  

শেষদিকে ঝড়ো ব্যাটিংয়ে দলকে উল্লেখযোগ্য সংগ্রহ এনে দেন জ্যান ফ্রাইলিঙ্ক ও রুবেন ট্রাম্পেলম্যান। ৭ বলে ১৫ রানের জুটি গড়েন তারা। নির্ধারিত ওভার শেষে নামিবিয়ার সংগ্রহ দাঁড়ায় ১৩২ রান। ফ্রাইলিঙ্ক ১৫ ও ট্রাম্পেলম্যান ১৩ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ