ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

ফাইনালে যাওয়ার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
ফাইনালে যাওয়ার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি শক্তিশালী দুই দল পাকিস্তান-অস্ট্রেলিয়া। ফাইনালে যাওয়ার লড়াইয়ে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে দুই দল।

বিশ্বকাপের এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্সে আছে পাকিস্তান। সুপার টুয়েলভে তাদের হারাতে পারেনি কেউ। বিশ্বকাপের একমাত্র দল হিসেবে পাঁচ ম্যাচের সবগুলোতে জিতে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে বাবর আজমরা।

অপরদিকে অস্ট্রেলিয়াও কোনোদিক থেকে কম নয়। সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের চারটিতে জিতে সেমিফাইনালে এসেছে অজিরা। যদিও ইংল্যান্ডের বিপক্ষে হেরে ধাক্কা খায় তারা। তবে পরের দুই ম্যাচে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, হাসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, আসিফ আলী, হারিস রৌফ।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ