ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

নিজের হাত ভেঙ্গে কপাল পুড়লেন কনওয়ে 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
নিজের হাত ভেঙ্গে কপাল পুড়লেন কনওয়ে 

নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার ডেভন কনওয়ে। প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনি।

আউট হওয়ার পর হতাশায় নিজের হাত দিয়ে ব্যাটে আঘাত করায় ইনজুরিতে পড়েন। যে কারণে ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে পারবেন না এ ব্যাটার।

শুধু বিশ্বকাপের ফাইনালে নয় বরং ভারত সফরেও খেলতে পারবেন না কনওয়ে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে এক টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ড্যারিয়েল মিচেলের সঙ্গে ৬৭ বলে ৮২ রানের জুটি গড়েন কনওয়ে। ৩৮ বলে ৪৬ রান করে লিয়াম লিভিংস্টোনের বলে স্টাম্পড হওয়ার পরই মেজাজ হারিয়ে হাত দিয়ে ব্যাটে আঘাত করেন তিনি। এরপর স্ক্যান করালে দেখা যায়, ডান হাতের পঞ্চম মেটাটারসাল ভেঙে গেছে এ ব্যাটারের।

এর আগে দল থেকে ছিটকে যান পেসার লুকি ফার্গুসন। পেশির চোটে বিশ্বকাপে আর খেলা হবে না তার। এবার সে দলে যুক্ত হলেন কনওয়েও।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ