ঢাকা: রজার ফেদেরারকে হারিয়েই ফাইনালে নাম লেখান মিলোস রাওনিক। কিন্তু তার শিরোপা স্বপ্নটা স্বপ্নই থেকে গেল! তবে অ্যান্ডি মারের বিপক্ষে তার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ঠিকই উপভোগ করে টেনিস বিশ্ব।
উইম্বলডনে দ্বিতীয় ও ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা উঁচিয়ে ধরেন মারে। এই ইভেন্টে তার প্রথম ট্রফি এসেছিল ২০১৩ আসরে। এর মধ্য দিয়ে বছরের প্রথম দু’টি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে (অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেন) হারের দুঃস্মৃতিটা কিছুটা হলেও ভুলতে পেরেছেন ২৯ বছর বয়সী এ টেনিস সেনসেশন।
লন্ডনের সেন্টার কোর্টে ৬-৪ গেমে প্রথম সেট জিতে নেন মারে। দ্বিতীয় সেটেই র্যাংকিংয়ের সাত নম্বরে থাকা রাওনিকের সঙ্গে তার কঠিন প্রতিদ্বন্দ্বিতাই হয়। ৬-৬ গেমে সমতা থাকার পর টাইব্রেকারে (৭-৩) গিয়ে স্বাগতিক দর্শকদের স্বস্তি এনে দেন।
তৃতীয় সেটেও একই অবস্থায় খেলা গড়ায়। ম্যাচে ফিরতে চেষ্টার কমতি রাখেননি রাওনিক। তবে দিনটা ঘরের ছেলে মারেরই ছিল! ৭-৬ (৭-২) গেমের ঘাম ঝরানো জয়ে শিরোপা জয়ের বাধভাঙা উল্লাসে মাতেন তিনি।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এমআরএম