ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

সেমিতে জোকোভিচ, অপেক্ষায় মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
সেমিতে জোকোভিচ, অপেক্ষায় মারে ছবি: সংগৃহীত

র‌্যাংকিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধারের মিশনে আরেক ধাপ এগিয়ে গেলেন নোভাক জোকোভিচ। টানা দুই ম্যাচ জিতে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনাইলস টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেছেন সার্বিয়ান টেনিস আইকন। এবারের আসরে প্রথম খেলোয়াড় হিসেবে শেষ চারে পা রাখলেন তিনি।

ঢাকা: র‌্যাংকিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধারের মিশনে আরেক ধাপ এগিয়ে গেলেন নোভাক জোকোভিচ। টানা দুই ম্যাচ জিতে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনাইলস টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেছেন সার্বিয়ান টেনিস আইকন।

এবারের আসরে প্রথম খেলোয়াড় হিসেবে শেষ চারে পা রাখলেন তিনি।

তবে কঠিন প্রতিদ্বন্দ্বিতার পরেই সেমির টিকিট হাতে পান গত চারবারের চ্যাম্পিয়ন জোকোভিচ। কানাডিয়ান মিলোস রাওনিকের সঙ্গে তার তুমুল লড়াই উপভোগ করেন দর্শকরা।

দু’টি সেটই টাইব্রেকারে নিষ্পত্তি হয়। ৭-৬ (৮-৬), ৭-৬ (৭-৫) গেমে জিতে স্বস্তির নিঃশ্বাসই ফেলেন ১২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। এর আগে নিজের প্রথম ম্যাচে অস্ট্রিয়ান ডমিনিক থিয়েমের বিপক্ষে পিছিয়ে থেকেও ৬-৭ (১০-১২), ৬-০, ৬-২ গেমের দুর্দান্ত জয় তুলে নেন জোকোভিচ।

এবারও শিরোপা জিততে পারলে হারানো অবস্থান ফিরে পাবেন। গত সপ্তাহেই জোকোভিচকে হটিয়ে র‌্যাংকিংয়ের সেরার আসনে বসেন ব্রিটিশ সেনসেশন অ্যান্ডি মারে।

জোকোভিচের পর মারের সামনে সেমি নিশ্চিতের চ্যালেঞ্জ। জন ম্যাকএনরো গ্রুপে ক্রোয়েশিয়ান মেরিন সিলিচকে ৬-৩, ৬-২ গেমে হারানোর পর এবার তার সামনে জাপানিজ কেই নিশিকোরি। যিনি সুইস তারকা স্ট্যান ওয়ারিঙ্কার বিপক্ষে (৬-২, ৬-৩) দুর্দান্ত জয়ে কোর্ট ছাড়েন।

র‌্যাংকিংয়ের শীর্ষ আটজন খেলোয়াড় দুই গ্রুপে বিভক্ত হয়ে লড়ছেন। ইভান লেন্ডল গ্রুপ থেকে দ্বিতীয় সেমিফাইনালিস্ট হতে থিয়েমের মুখোমুখি হবেন রাওনিক।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ