ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে গেলেন সেরেনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে গেলেন সেরেনা ছবি:সংগৃহীত

অবশেষে অস্ট্রেলিয়ান ওপেন থেকে নিজেকে সরিয়ে নিলেন সেরেনা উইলিয়ামস। যদিও বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামকেই প্রত্যাবর্তন হিসেবে এর আগে বেছে নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নারী তারকা। চার মাস আগে কন্যা সন্তানের জননী হওয়া সেরেনা এখনও প্রস্তুত নয় বলে জানান।

অথচ অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি হিসেবে আবুধাবিতে প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন সেরেনা। এমনকি অস্ট্রেলিয়ান ওপেনের সংগঠকরাও তার অংশগ্রহনের ব্যাপারটি নিশ্চিত করেছিল।

তবে শেষ পর্যন্ত নিজেকে সরিয়েই নিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাটে এক বিবৃতি দিয়ে সেরেনা নিজের অস্ট্রেলিয়ান ওপেনে না খেলার বিষয়টি নিশ্চিত করেন, আবুধাবিতে প্রতিযোগিতা করার পর আমি অনুভব করলাম, আমার যেখানটা থাকার কথা, সেখানেই আমি নেই। ’

নারী টেনিসে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিকা সেরেনা অস্ট্রেলিয়ান ওপেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

এদিকে সেরেনার সরে যাওয়ার ফলে আরেকটি ধাক্কা খেল অস্ট্রেলিয়ান ওপেন। কেননা সর্বশেষ পুরুষ ক্যাটাগরিতে অ্যান্ডি মারে ও কেই নিশিকোরিও সরে দাঁড়িয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ০৫ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ