আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফ্ল্যাশিং মিডোসে বিশ্বের ৫৫ নাম্বার অ-বাছাই অস্ট্রেলিয়ার মিলম্যানের মুখোমুখি হন বর্তমান টেসিন বিশ্বের দুই নম্বর তারকা ফেদেরার। যেখানে ৩ ঘণ্টা ৩৩ মিনিটের এই লড়াইয়ে প্রথম সেটটি দাপট দেখিয়ে ৬-৩ গেমে জিতেও নেন।
তবে দ্বিতীয় সেট থেকেই মিলম্যানের লড়াই শুরু। জিতে নেন ৭-৫ গেমে। পরের দুটি সেটে সুইস কিংবদন্তি আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত ৭-৬ ও ৭-৬ গেমে হেরে বিদায় নেন।
চমক দেখানো মিলম্যান কোয়ার্টার ফাইনালে লড়বেন টেনিসের আরেক গ্রেট নোভাক জোকোভিচের বিপক্ষে। যেখানে জোয়াও সোউসাকে ৬-৩, ৬-৪ ও ৬-৩ গেমে সরাসরি সেটে হারিয়ে ১১তমবার যুক্তরাষ্ট্র ওপেনের শেষ আট নিশ্চিত করেন সার্বিয়ান তারকা।
বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ০৪ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস