শ্রী শ্রী উত্তর কমলাবাড়ী সত্রর অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাজুলীর ডেপুটি কমিশনার পল্লব কুমার ঝাঁ, শ্রী শ্রী উত্তর কমলাবাড়ী সত্রের প্রধান স্বত্বাধিকারী জনার্ধন দেব গোস্বামী, আসামের মরিয়ানী থেকে আগত সাবেক বিশিষ্ট সত্রিয় নৃত্যশিল্পী ভগবৎ কৃষ্ণ দেব গোস্বামী ও আইসিসিআর-এর গৌহাটির রিজিওন্যাল অফিসার প্রণামী ভগবতী প্রমুখ।
মঞ্চে উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ পর্বে উপস্থিত অতিথিরা শিল্পীদের অসমীয়াদের প্রথাগত গামছা ও স্মারক দিয়ে সম্মাননা জানান। শেষে আয়োজক সংস্থা আইসিসিআর রিজিয়ন্যাল অফিসার প্রণামী ভগবতী বাংলানিউজকে জানান, ভারত সরকারের এ সংস্থার উত্তরপূর্বাঞ্চলে দু’টি শাখা রয়েছে, এগুলো হলো-গৌহাটি ও শিলং শাখা। গৌহাটি শাখার অধীনে রয়েছে আসাম, অরুনাচলপ্রদেশ, নাগাল্যান্ড ও সিকিম রাজ্য। এ রাজ্যগুলোর পরম্পরাগত সংস্কৃতিকে বিশ্ব জুড়ে ছড়িয়ে দেওয়াসহ সংস্কৃতি বিনিময়, শিল্পীদের প্রতিভা তুলে ধরা ও গুণী শিল্পীদের সম্মাননা জানানো এ সংস্থার কাজ বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এসসিএন/বিএসকে