কমিটির রিপোর্ট বৃহস্পতিবার (৮ জুন) রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হয়েছে। এখন মন্ত্রিসভার সদস্যরা এই রিপোর্টের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন ও পরবর্তী সময় মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্তে উপনীত হবেন।
মন্ত্রিসভার বৈঠক শেষে মহাকরণে সাংবাদিকদের এ তথ্য জানান ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর এবং অর্থ দফতরের মন্ত্রী ভানু লাল সাহা। এ বিষয়ে দ্রুত মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ০৮, ২০১৭
এসসিএন/আরআই