রোববার (১৮ জুন) আগরতলার মেলার মাঠ এলাকার দশরথদের স্মৃতি ভবনে দলের রাজ্য কমিটির অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
বিজন বলেন, আইপিএফটি দল দিল্লির বিজেপি সরকারের ইশারাতে ত্রিপুরা রাজ্যে অশান্তির সৃষ্টি করতে চাইছে।
তিনি অভিযোগ করে বলেন, আইপিএফটি দলের প্রতিষ্ঠাতা সভাপতি এনসি দেববর্মা বিজেপি দলের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার বিষয়টি দলের অন্য নেতারা জানতে পারায় তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। তাই তিনি এখন নিজের কিছু সদস্যদের নিয়ে বিজেপির কথায় উঠা বসা করছেন। ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতির সামনে আইপিএফটি দলের পৃথক রাজ্য তিপ্রাল্যান্ডের বিরোধিতা করলেও পেছন থেকে তা সমর্থন করছেন বলেও অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে বিজন ছাড়াও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস।
বাংলাদেশ সময়: ০৪১৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এসসিএন/ইউএম/আরবি/