শুক্রবার (৭ জুলাই) রাতে জেলার আমবাসা থানার বিবেকানন্দ নগরে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহত মনিকা ওই এলাকার অমৃত সাহার স্ত্রী।
প্রতিবেশীদের সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে প্রায় প্রতিদিন যৌতুকের টাকার জন্য স্বামী অমৃত মনিকাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। নির্যাতনের জ্বালা সহ্য করতে না পেরে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় মনিকা।
এ সময় তার আত্মচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে এবং আগুন নিভিয়ে আমবাসা হাসপাতালে নিয়ে যায়। মনিকার শরীরের ৯৭ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে রাতেই আগরতলা সলকারি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ডাক্তর। শনিবার (৮ জুলাই) সকাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনিকার মৃত্যু হয়।
আমবাসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল দাস বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মৃত গৃহবধূ মনিকার বাবার বাড়ির পক্ষ থেকে স্বামী অমৃত সাহার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
এসসিএন/জিপি