রোববার (৩০ জুলাই) আগরতলার কুঞ্জবন এলাকার গান্ধী মূর্তির পাদদেশে ২ ঘণ্টার মৌন গণঅবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এদিন তারা মুখে কালো কাপড় বেঁধে গণঅবস্থান করে।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চরকা থেকে গান্ধীজীকে সরিয়ে মোদীর ছবি বসিয়েছিলেন। এটা খুবই অবমাননাকর।
‘এখন বেআইনিভাবে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার মহাত্মা গান্ধীর সমাধি ভেঙে দিয়েছে। এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা। ’
এ ঘটনার বিরুদ্ধে আগামীদিনে ভারতব্যাপী আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলেও জানান হরে কৃষ্ণ ভৌমিক।
তিনি বলেন, দেশের বর্তমান সরকারের এই চক্রান্ত সফল হতে দেওয়া হবে না।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
এসসিএন/এমএ