রোববার (২৭ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ‘ভারতের ধর্মনিরপেক্ষতা ও ড. বি আর আম্বেদ কর’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ত্রিপুরা সরকারের তফশিলি জাতি কল্যাণ দফতরের উদ্যোগে হয় এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, ত্রিপুরা সরকারের তফশিলি জাতি কল্যাণ ও পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লীজিৎ সিনহা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীলিপ দাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমানে ভারতে একটি বিশেষ গোষ্ঠী মানুষের চিন্তা ভাবনা ও জীবন যাত্রাসহ খাদ্যাভাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আর এর ফলে আক্রান্ত হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন দেশের সংখ্যালঘু ও তফশিলি জাতি অংশের মানুষ।
‘দেশের সংবিধান প্রণেতা আম্বেদ কর কখনই এমন দেশের স্বপ্ন দেখেননি। দেশে এমন পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসা জরুরি। ’
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এসসিএন/এমএ