ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদি বাদশাহ আবদুল্লাহর দাফন সম্পন্ন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
সৌদি বাদশাহ আবদুল্লাহর দাফন সম্পন্ন ছবি : সংগৃহীত

রিয়াদ: সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদকে রিয়াদের ঘোবায়রা উদ কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ আসর তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।



দেশটির ইসলামী ঐতিহ্য অনুযায়ী সাধারণ মানুষের মতোই সমাহিত করা হয় বিশ্বের অন্যতম প্রভাবশালী এ নেতাকে।

নামাজে জানাজার ইমামতি করেন গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ।

প্রধান জানাজায় অংশ নেন- সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ, বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইছা আল খলিফা, কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল জাবের আল সাবাহ, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন থানি, মিশরের প্রধানমন্ত্রী ইব্রাহীম মাহলাব, ওমানের উপ-প্রধানমন্ত্রী ফাহদ বিন মাহম‍ুদ আল সাঈদ, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হাইলে মারিয়াম ডিসালাইন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মহ. শহীদুল ইসলামসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা।

এদিকে বাদ মাগরিবে দেশের সব মসজিদে বাদশাহ আবদুল্লাহর গায়েবানা জানাজায় অংশ নেন নাগরিকরা।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ