ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

মক্কায় ক্রেন দ‍ুর্ঘটনা

২৪ লাশের পরিচয় শনাক্ত, বাংলাদেশি নেই

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
২৪ লাশের পরিচয় শনাক্ত, বাংলাদেশি নেই

রিয়াদ: মক্কায় মসজিদ আল হারামে ক্রেন দুর্ঘটনায় নিহত ১০৭ জনের মধ্যে ২৪ লাশের পরিচয় শনাক্ত করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি নেই।



শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টায় (বাংলাদেশ সময় সকাল ৮টায়) মক্কা হজ মিশনের প্রশাসনিক দলের উপনেতা, হজ মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাসান জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বাংলানিউজকে বলেন, স্থানীয় হাসপাতালের মর্গে দায়িত্বরত কর্মকর্তারা ২৪ জনের পরিচয় শনাক্তের কথা জানিয়েছেন। নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি নেই।

মরদেহগুলো ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্তে অসুবিধা হচ্ছে বলেও জানান তিনি।

এ দুর্ঘটনায় শরীয়তপুরের বেদরগঞ্জের চানবক্স চৌকিদার নামে এক বাংলাদেশি হাজি আহত হন। শুরুতে তার অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গেলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত হয়ে হোটেলে ফিরেছেন বলেও জানান জাহাঙ্গীর আলম।

এছাড়াও দুর্ঘটনায় আহত অধিকাংশ বাংলাদেশি প্রাথমিক চিকিৎসা শেষে হোটেলে ফিরে এসেছেন বলেও জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫/আপডেট: ১০৪২ ঘণ্টা
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ