ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ভোটের-কথা

গাইবান্ধায় একাদশ নির্বাচনে ভোট চান ইয়াছির আখতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
গাইবান্ধায় একাদশ নির্বাচনে ভোট চান ইয়াছির আখতার মতবিনিময় সভায় জনগণের কাছে ভোট চাচ্ছেন ইয়াছির আখতার। বি: বাংলানিউজ

গাইবান্ধা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা সদর (২) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইয়াছির আখতার।

মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে আসাদুজ্জামান মার্কেটের দোতলায় গাইবান্ধা প্রেসক্লাবে মতবিনিময় সভায় সাংবাদিকদের এতথ্য জানান তিনি।

ইয়াছির আক্তার জানান, গাইবান্ধা সদর উপজেলা একটি পিছিয়ে পড়া জনপদ।

এই জনপদের উন্নয়ন করতে হলে আমার মত তরুণ নেতৃত্ব প্রয়োজন।

ইয়াছির আখতারের বাড়ি সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর মিয়াপাড়া গ্রামে। তিনি ব্যক্তি জীবনে বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।

মতবিনিময় সভায় গাইবান্ধায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।