ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রেজাল্ট

কুমিল্লা বোর্ডের ৩ কলেজে পাস করেনি কেউ-ই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
কুমিল্লা বোর্ডের ৩ কলেজে পাস করেনি কেউ-ই কুমিল্লা বোর্ড

কুমিল্লা: কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬ জেলায় অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় গত ৫ বছরের তুলনায় এবার পাসের হার বেশি।

এবার পাসের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী।

শতভাগ পাস করেছেন ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে তিনটি।

ওই প্রতিষ্ঠানগুলো- কুমিল্লার দাউদকান্দির বজ্রা স্বদিব এসইপি মডেল কলেজ, নোয়াখালীর কোম্পানীগঞ্জ হাজারী হাট স্কুল অ্যান্ড কলেজ ও  নোয়াখালীর হাতিয়া তমরুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ।

বুধবার (১৭ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এবার এইচএসসি পরীক্ষায় এ বোর্ডে অংশ নিয়েছিলেন ৯৪ হাজার ৩৬০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৪৩ হাজার ২২২জন ছাত্র ও ৫১ হাজার ১৩৮ জন ছাত্রী। পরীক্ষায় পাস করেছেন ৭৩ হাজার ৩৫৮ জন। এর মধ্যে ৩৩ হাজার ৩৩২ জন ছেলে ও ৪০ হাজার ২৬ জন মেয়ে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রেজাল্ট এর সর্বশেষ