ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রেজাল্ট

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৮৫.২২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, মে ৩১, ২০২০
কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৮৫.২২ কুমিল্লা বোর্ড।

কুমিল্লা: কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার পাসের হার ৮৫ দশমিক ২২ শতাংশ। যা গতবারের তুলনায় কমেছে। গতবার পাসের হার ছিল ৮৭ দশমিক ১৬ শতাংশ। এ বছর বেড়েছে জিপিএ-৫।

এবার জিপিএ ৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন। যা গতবার ছিল ৮ হাজার ৭৬৪।

এবার ৬টি জেলার ১৭৩২টি শিক্ষা-প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করেছে ১৬২টি প্রতিষ্ঠান। শতভাগ অকৃতকার্য কোনো প্রতিষ্ঠান নেই।

রোববার (৩১ মে) এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।

কুমিল্লা বোর্ডের অধীনে ১ লাখ ৫৯ হাজার ৭০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় ১ লাখ ৩৫ হাজার ৫৬০ জন উত্তীর্ণ হয়। গ্রুপভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ ৯৬ দশমিক ৭৬ শতাংশ পরীক্ষার্থী পাস করে।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মে ৩১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রেজাল্ট এর সর্বশেষ