ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

‘প্রকৃত শহীদ’কে ‘ভুয়া শহীদ’ উল্লেখ প্রথম আলোর প্রতিবেদনে, দাবি সংবাদ সম্মেলনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, সেপ্টেম্বর ১৭, ২০২৫
‘প্রকৃত শহীদ’কে ‘ভুয়া শহীদ’ উল্লেখ প্রথম আলোর প্রতিবেদনে, দাবি সংবাদ সম্মেলনে নড়াইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শহীদ রবিউলের স্ত্রী সাবরিনা আক্তার

নড়াইল: রবিউল ইসলাম নামে একজনকে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত শহীদ বলে দাবি করেছে তার পরিবার। তারা বলেছে, তাকে ‘ভুয়া শহীদ’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো।

এজন্য দৈনিকটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।  

নড়াইল প্রেসক্লাবে বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহীদ রবিউল ইসলামের স্ত্রী সাবরিনা আক্তার সংবাদ সম্মেলন করে এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৫ সেপ্টেম্বর প্রথম আলো অনলাইন এবং প্রিন্ট ভার্সনে ৫২ জনকে ‘ভুয়া শহীদ’ দেখিয়ে একটি সংবাদ প্রকাশ করে। এই সংবাদের মধ্যে শহীদ রবিউল ইসলামকে (গেজেট-৩৭৪ নং) ভুয়া শহীদ উল্লেখ করা হয়।  

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, “খুলনার খালিসপুরের মো. রবিউল ইসলামের সম্পর্কে পুলিশের নথিতে উল্লেখ করা হয়েছে, গণ-অভ্যুত্থান চলাকালে উত্তরা হাউস বিল্ডিং পুলিশ বক্সের সামনে ছাত্র-জনতার মারধরে তিনি নিহত হন। স্বজনেরাও একই তথ্য জানান। রবিউলের বিষয়ে গণমাধ্যমের খবরে তখন বলা হয়েছিল, তিনি হাউস বিল্ডিং এলাকায় পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি করছিলেন। তাঁর ছোড়া গুলিতে এক শিশু আহত হয়। গুলি শেষ হয়ে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন তাঁকে ধরে মারধর করা হয়। তাঁর লাশ গাছে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল। ”

এটি মিথ্যা-ভিত্তিহীন তথ্যের ওপর ভর করে লেখা হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশের জন্য কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে বলা হয়।

সংবাদ সম্মেলনে আহত জুলাইযোদ্ধা ও জুলাই বিপ্লবী যুব সংগঠনের সভাপতি শেখ মোস্তাফিজ বলেন, প্রথম আলো ওই প্রতিবেদনে তৎকালীন গণমাধ্যমে প্রকাশের তথ্যকে সোর্স হিসেবে বললেও কোন কোন গণমাধ্যমের কোথায় প্রকাশ হয়েছে সেটা বলেনি। প্রথম আলো নির্ভরযোগ্য সূত্র ছাড়া প্রতিবেদন প্রকাশ করে জুলাই আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টায় লিপ্ত আছে।

‘প্রথম আলো, ডেইলি স্টার বিগত স্বৈরাচারের তাঁবেদার হিসেবেই টিকেছিল। তারা এখনো এটা চালিয়ে যাচ্ছে, যা আমাদের এই সময়ে এসেও সহ্য করতে হচ্ছে। তারা (প্রথম আলো) মনে করে আমরা সবার ওপরে আছি, আমাদের কেউ জবাবদিহিতার আওতায় আনবে না। কিন্তু অবশ্যই জালিমের পরাজিত হতে হবে’—বলেন তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, এই ধরনের সংবাদ প্রত্যাহারের জন্য আমরা প্রথম আলোকে একটি প্রতিবাদ পাঠাবো, সেটি যদি তারা না প্রকাশ করে তাহলে প্রথম আলোকে সারা বাংলাদেশের শহীদ এবং আহত জুলাইযোদ্ধাদের পক্ষ থেকে বয়কটের ডাক দেওয়া হবে।

রবিউলের স্ত্রী সাবরিনা আক্তার আবেগপ্রবণ হয়ে বলেন, ‘৫ আগেস্টের আনন্দ মিছিলে মবের শিকার হয়ে আমার স্বামীর করুণ মৃত্যু হয়। তখন আমি সন্তানসম্ভবা, সেই থেকে ট্রমাটাইজ আছি। আমি এখনো সেই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি। এই কঠিন সত্যের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, এখন মানুষ ভাইরাল হওয়ার জন্য গুজব ছড়ায়। অথচ আমাদের মানসিক অবস্থার খোঁজ কেউ রাখে না’।  

তিনি বলেন, ‘সব সঠিক তথ্য বাছাইয়ের পরই রবিউল শহীদ হিসেবে গেজেটভুক্ত হন। কেউ যদি প্রমাণ করতে পারেন তিনি (রবিউল) আন্দোলনে ছিলেন না, গুজবই সঠিক, তাহলে গেজেট থেকে তার নাম বাদ দিয়ে দিন। কিন্তু প্রথম আলো আমাদের কোনো বক্তব্য ছাড়া যে গুজব ছড়ালো তার জন্য তাকে ক্ষমা চেয়ে সংবাদ প্রচার করতে হবে, তা না করলে আমরা প্রথম আলোর বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যাব। ’

সংবাদ সম্মেলনে জুলাই শহীদ রবিউল ইসলামের শিশু সন্তান সাহাল ইবনে রবিউল, রবিউলের চাচা আহমেদ সাঈদ টুলু, জাতীয় যুব শক্তির যুগ্ম-আহ্বায়ক মাহামুদা সুলতানা রিমি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইলের সাবেক আহ্বায়ক আব্দুর রহমান মেহেদী উপস্থিত ছিলেন।

এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।