পাবনার ঈশ্বরদীতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটে।
নিহতরা হলো- একই গ্রামের রাসেল সরদারের মেয়ে রাবেয়া খাতুন (৬) ও পলান সরদারের ছেলে আজিবুল (৪)। মৃত দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।
লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জিয়াউল হক জিয়া জানান, বুধবার সকালে বাড়ির পেছনে পুকুর পাড়ে রাবেয়া ও আজিবুল খেলা করছিল। একপর্যায়ে অসাবধানবশত তারা পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে বাড়ির লোকজন বেশ কিছু সময় শিশু দুটিকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, নিহত দুই শিশুর স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত হয়েছে।
এসআরএস