ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

নাম পরিবর্তন করছে ফার্স্ট লিজ ফিন্যান্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪
নাম পরিবর্তন করছে ফার্স্ট লিজ ফিন্যান্স

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ফার্স্ট লিজ ফিন্যান্স কোম্পানির পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির নাম পরিবর্তন করে ফার্স্ট ফিন্যান্স লিমিটেড করার প্রস্তাব করা হয়েছে।


 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
 
তবে সিদ্ধান্তটি বাংলাদেশ ব্যাংক, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ (আরজেএসসি) এবং সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন। এরইমধ্যে বাংলাদেশ ব্যাংক ও আরজেএসসি কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
 
অন্যদিকে, কোম্পানির নাম পরিবর্তনে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়ার জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। আগামী ৮ মে সকাল ১১টায় রাজধানীর ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫, পুরাতন বিমানবন্দর সড়ক, ঢাকা ক্যান্টনমেন্টে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে।
 
এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মার্চ।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।