ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

চট্টগ্রামে এক্সিম ব্যাংকের মেজবান

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪
চট্টগ্রামে এক্সিম ব্যাংকের মেজবান

ঢাকা: গ্রাহকদের সম্মানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করেছে এক্সিম ব্যাংক লিমিটেড।

নগরীর অভিজাত কমিউনিটি সেন্টার দি কিং অব চিটাগাং-এ সোমবার এ মেজবান অনুষ্ঠিত হয়।



এতে এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মো. আব্দুল মান্নান এমপি, মো. হাবিব উল্লাহ ডন, মো. নুরুল আমিন ফারুক, অঞ্জন কুমার সাহা , মোহাম্মদ ওমর ফারুক ভূঁইয়া, মেজর অব. খন্দকার নুরুল আফসার, আব্দুল্লাহ আল জহীর স্বপন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও এক্সিম ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী এবং ব্যাংকের বিভিন্ন শাখার গ্রাহক, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, পরিচালক, শিক্ষাবিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে গ্রাহকরা এক্সিম ব্যাংকের সেবার প্রতি পূর্ণ সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে ব্যাংকের বহুমাত্রিক সিএসআর কার্যক্রমের জন্য ভূয়সী প্রশংসা করেন।

ভবিষ্যতেও এক্সিম ব্যাংকের যে কোনো কর্মকাণ্ডে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন গ্রাহকরা।

বাংলাদেশ সময়: ১৯৪৩ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।